করোনা আক্রান্ত ৪০৫৩ পুলিশ সদস্য

করোনা আক্রান্ত ৪০৫৩ পুলিশ সদস্য

প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় পুলিশের ১৫২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্ত হলেন ৪ হাজার ৫৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, দেশ ও জনগণের সেবা করতে গিয়েই প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। ইতিমধ্যে দাযিত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন ১৪ পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এআইজি সোহেল রানা বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি বাড়ছে সুস্থতার হার।

তিনি বলেন, এ পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের ১১১৯ জন সদস্য সুস্থ হয়েছেন। তাদের অনেকে আবারও কাজে যোগ দিয়েছেন।

এমজে/