সব কর্মীকে একসঙ্গে কাজে ফেরানো যাবে না : আইএলও

সব কর্মীকে একসঙ্গে কাজে ফেরানো যাবে না : আইএলও

করোনা মহামারীর কারণে বন্ধ থাকা কর্মস্থলে পুনরায় কাজ শুরুর আগে প্রতিটি প্রতিষ্ঠানকে কর্মীর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

সঙ্গে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। ৭ মে ‘নিরাপদে কাজে ফেরা’ শীর্ষক ওই নির্দেশনায় বলা হয়েছে- সব কর্মীকে একসঙ্গে কাজে ফেরানো যাবে না।

কোন কর্মীরা আগে কাজে ফিরবেন, তা সবার আগে নির্ধারণ করতে হবে। যারা ঘরে থেকে কাজ চালিয়ে নিতে পারছেন, তাদের ঘরে থেকেই কাজ করতে হবে।

আরও বলা হয়, পুনরায় কাজ শুরুর আগে কর্মস্থলে সংক্রমণের ঝুঁকি কতটা, তা মূল্যায়ন করতে হবে। কর্মস্থলকে কাজে ফেরার উপযোগী করতে হবে।

কাজে ফেরার পরিকল্পনা ও পদ্ধতি সম্পর্কে প্রতিষ্ঠানকে কর্মীদের সঙ্গে আলোচনা করতে হবে। কর্মীদের সচেতন করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে।

এমজে/