চট্টগ্রামে আরও ২০৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২০৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার নতুন করে ২০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জনে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, চারটি ল্যাবে ৬২১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ মিলেছে ২০৬ জনের। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ১১৯জন এবং বিভিন্ন উপজেলার ৮৭জন।

ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয় ২৫২টি। এদের মধ্যে করোনা পজিটিভ আসে ৫৯ জনের। যাদের মধ্যে নগরীর ৩৬ এবং উপজেলার ২৩ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ২৫১টি নমুনা পরীক্ষা করে ৮৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এদের মধ্যে ৭৪ জন নগরীর এবং উপজেলার ১৩ জন রয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করা ১১১টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৯ জনের। এদের মধ্যে উপজেলার ৫০ জন এবং নগরীর নয়জন।

অপরদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করে উপজেলার একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এমজে/