ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

বিএনপির সভাপতি, আ’লীগের সম্পাদক নির্বাচিত

বিএনপির সভাপতি, আ’লীগের সম্পাদক নির্বাচিত

ঢাকা, ৪ মার্চ (জাস্ট নিউজ) : এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত-সমর্থিত সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা খান এবং আওয়ামী লীগ-সমর্থিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন জয়ী হয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শনিবার রাত ১টার দিকে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৮টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদ পেয়েছেন তারা।

অপরদিকে সভাপতিপদসহ ১৩ পদ পেয়েছেন বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৪টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী তাদের ভোট দেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ৮টি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির এবং দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ।

অপরদিকে নীল প্যানেলের ৪ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

সাদা প্যানেলের বিজয়ী ৬ জন সদস্য হলেন- আব্দুর রহমান খান মিলন, আসাদুজ্জামান বাবু, মির্জা মো. জামাল হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, সিফাত নাহার সুমি ও সুমন মিয়া।

অপরদিকে নীল প্যানেলের ৯ জন বিজয়ী সদস্য হলেন- একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মুকতাদির আহমেদ কাজল, জাহেদ উল আলম জতি, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই ও মেহেদী হাসান বাদল।

উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে সাদা প্যানেলের সভাপতিসহ ১৩ জনই গতবারের পরাজিত প্রার্থী। ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল মাত্র ৬টি পদে জয়লাভ করে।

২০১৬-১৭ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হন আওয়ামী সমর্থীত আইনজীবীরা। অপরদিকে বিএনপি সমর্থীত নীল প্যানেল পেয়েছিলেন ৬টি পদ।

(জাস্ট নিউজ/এমআই/১১০৫ঘ.)