ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে একদিনে আরও ১১ জনের মৃত্যু

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে একদিনে আরও ১১ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ ছিল ৫ জন। বাকি ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন, ঢাকার দোহারের আতাহার মিয়া (৭০), ঢাকার বাড্ডার সিকান্দার আলী (৬৫), লক্ষ্মীপুরের সামছুল হক (৫২), কিশোরগঞ্জের দেবেস চন্দ্র সাহা (৭৫) ও শেরপুরের সেলিম মিয়া (৩৭)।

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৭৮৩ জনের। একই সময় দেশে আরও ৪ হাজার ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমজে/