সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে করা রিট খারিজ

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে করা রিট খারিজ

ঢাকা, ৫ মার্চ (জাস্ট নিউজ) : সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া।

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান মীর, কুমিল্লা সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম ও দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সাব-এডিটর আব্দুল ওদুদ গত ৩১ জানুয়ারি হাইকোর্টে এই রিটটি করেন। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।

(জাস্ট নিউজ/এমআই/১২২৬ঘ.)