মিয়ানমারের উস্কানিতে পা দেব না: বিজিবি মহাপরিচালক

মিয়ানমারের উস্কানিতে পা দেব না: বিজিবি মহাপরিচালক

ময়মনসিংহ, ৫ মার্চ (জাস্ট নিউজ) : সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও বিজিবি কোন উস্কানিতে পা দেবে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

সোমবার বিকালে ময়মনসিংহে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা ২০১৭ সালের আগস্ট থেকে শুরু হয়েছে। ১০ লাখের বেশি মানুষ বাংলাদেশে চলে আসছে। এই সমস্যায় বিশ্বের সব দেশ আমাদের সহযোগিতা করে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই বাংলাদেশও দাড়িয়েছে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, যতবার বৈঠক হয়েছে মিয়ানমারের সঙ্গে ততবারই তারা বলছে রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে। তবে মাঝে মাঝে তারা সীমান্তে সৈন্য সমাবেশ করে।

এ বিষয়ে তিনি বলেন, আমরা এর প্রতিবাদে কিছুদিন আগে পতাকা বৈঠক করেছি। তাদেরকে আমরা জানিয়েছি তোমরা যে সৈন্য সমাবেশ করছো এটা আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন। তাদেরকে আমরা বলেছি ভবিষ্যতে তোমরা এটি করবানা। আমরা বিজিবি সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ বিন্দু দিয়ে দেব।

(জাস্ট নিউজ/একে/২০২০ঘ.)