পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ট্রাকের দীর্ঘ লাইন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ট্রাকের দীর্ঘ লাইন

ঢাকা, ৬ মার্চ (জাস্ট নিউজ) : রাজধানীসহ মধ্যাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অপেক্ষমান ট্রাকের লাইন দীর্ঘ হচ্ছে ফেরি সংকটের কারণে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ট্রাক লাইনে রয়েছে বলে ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পাটুরিয়া ফেরিঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাটুরিয়া ঘাট এলাকায় ২০ থেকে ৩০টি যাত্রীবাহী পরিবহন ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পদ্মা পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ঘাট এলাকায় পার হতে আসা যাত্রীবাহী পরিবহন, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পার করে দেওয়া হয়। যে কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকদের ভোগান্তি কিছুটা বেশি হয় বলে জানান তিনি।

(জাস্ট নিউজ/এমআই/ঘ)