কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার

গেলো বছরের চেয়ে প্রতিবর্গ ফুট গরুর চামড়ার দর ১০ টাকা কমিয়ে এ বছরের জন্য কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার সকালে অনলাইন মিটিংয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ বছর কোরবানিতে রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, ছাগল ১৫ থেকে ১৭ টাকা ও ঢাকার বাইরে গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং ছাগলের চামড়ার দর ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়।

লবণ না মাখিয়ে কোন চামড়া ঢাকায় ঢুকতে দেয়া হবে না বলে জানান মন্ত্রী। এ সময় রাত ১০ টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা ও কোরবানির প্রথম দিন ঢাকার বাইরের চামড়া ঢুকতে নিষেধাজ্ঞার দাবি জানান ব্যবসায়ীরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশৃঙ্খল অবস্থা এড়াতে এবং পরিস্থিতি বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে।

এমজে/