ভাঙনের কবলে পদ্মাসেতুর প্রতিরক্ষা প্রাচীর

ভাঙনের কবলে পদ্মাসেতুর প্রতিরক্ষা প্রাচীর

এবার নদী ভাঙনের কবলে পড়লো পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ড। পদ্মার পানির তোড়ে বিলীন হলো সেতুতে স্থাপনের জন্য সংরক্ষিত স্ল্যাব ও গার্ডারসহ প্রায় তিনশো’ ফুট সীমানা প্রাচীর।

গত কয়েকদিনের বন্যার পর পদ্মার পানি নামতে শুরু করলেও, এবার দেখা দিয়েছে ভাঙন। সেই সঙ্গে বইছে তীব্র স্রোত। আগ্রাসী নদীর কবলে পড়লো পদ্মা সেতুর নির্মাণ কাজও।

শুক্রবার পানির তোড়ে বিলীন হয় সেতুর ৪০টি রোডওয়ে স্ল্যাব, ১৫টি রেলওয়ে গার্ডার ও ১০টি সাপোর্ট পাইপসহ বেশকিছু যন্ত্রপাতি। ভেঙে যায় সেতুর প্রায় ৩শ' ফুট প্রতিরক্ষা প্রাচীর।

প্রতক্ষ্যদশী একজন বলেন, ‘পানি উথাল পাথাল হয়ে ঘোরে ভাঙতে ভাঙতে থপথপ করে ওয়ালগুলো পড়ে গেলো।’

সেতু কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজ কোম্পানির সহায়তায় জরুরিভাবে ক্রেন দিয়ে মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ভাঙনের তীব্রতায় উল্টো ক্রেনগুলোও পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।