স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১০টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মাস্ক-পিপিই কেলেঙ্কারি ও রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। ১২ই ও ১৩ই আগস্ট তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় তাকে।

গত ৬ই আগস্ট মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ই আগষ্ট মাস্ক, পিপিই ইস্যুতে ও ১৩ই আগস্ট রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির অভিযোগে হাজির হতে বলা হয়েছে।

এতোদিন নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিতর্ক আর সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

এমজে/