দেশে ৭ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ১৮২ জন

দেশে ৭ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ১৮২ জন

দেশে প্রতি মাসে গড়ে ২৬ জন বিচারবহির্ভূত (ক্রসফায়ার) হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতারের আগে ও পরে এসব ঘটনা ঘটছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ১৮২ জন, অর্থাৎ প্রতি মাসে গড়ে ২৬ জন ক্রসফায়ারে নিহত হয়েছেন।

আইন ও সালিশ কেন্দ্রের ডকুমেন্টেশন ইউনিটের এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।