আজ গণতন্ত্র মুক্তি দিবস

আজ গণতন্ত্র মুক্তি দিবস

ঢাকা, ৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আজ ৬ ডিসেম্বর। গণতন্ত্র মুক্তি দিবস। স্বৈরাচার পতনের ২৭ বছর পূর্তি আজ। ১৯৯০ সালের এইদিনে ছাত্র-জনতার উত্তাল গণ-অভ্যুত্থানের মুখে পতন হয় সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের। আর এ পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের লেবাসে দীর্ঘ সামরিক শাসনের অবসান হয়। মুক্তি পায় গণতন্ত্র।

১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে ছাত্রসমাজ শুরু করে এরশাদবিরোধী আন্দোলন। দীর্ঘ আট বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে রাজপথে। আওয়ামী লীগের নেতৃত্বে আট-দলীয়, বিএনপির নেতৃত্বে সাত-দলীয় এবং সিপিবি, জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে পাঁচ-দলীয় জোট সম্মিলিতভাবে ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে।

আন্দোলন করতে গিয়ে রাজপথে প্রাণ দিতে হয় নূর হোসেন, সেলিম, দেলোয়ার, ডা. মিলনসহ নাম না জানা অনেক অকুতোভয় মানুষকে।

(জাস্ট নিউজ/জেআর/০০৫২ঘ.)