নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থায় আশংকাজনক

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থায় আশংকাজনক

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থায় আশংকাজনক, তবে তাদের কিছুটা উন্নতি হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সাংবাদিকদের এ কথা জানান।

এছাড়া গাজীপুরের টঙ্গিতে আহতদের মধ্যে ২ জনকে আইসিইউতে এবং ১ জনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, 'রোগীদের অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। কিন্তু এসব রোগীদের অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায়। আমরা সবাইকে বাঁচাতেই সর্বাত্মক চেষ্টা করছি। তবু বলা যাচ্ছে না কেউই আশঙ্কামুক্ত। আমরা সব সময় তাদের শারীরিক অবস্থা মনিটরিং করছি।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। ভর্তি আছেন ৫ জন।

এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (১৩ সেপ্টেম্বর) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

তিনি জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে। আবেদনের পক্ষে শুনানি করবেন এ এম আমিন উদ্দিন।