চাঁদা না দেয়ায় গুলি করে ছাত্রলীগ-যুবলীগ

চাঁদা না দেয়ায় গুলি করে ছাত্রলীগ-যুবলীগ

ঢাকা, ১১ মার্চ (জাস্ট নিউজ) : রাজধানীর রামপুরায় বাগিচারটেকে চাঁদা না দেয়ায় রাব্বি ইসলামকে লক্ষ্য করে গুলি করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এলোপাতাড়ি ছোড়া এ গুলিতে দুই শিশুও আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মূলত পানি ব্যবসায়ী রাব্বি ইসলামকে টার্গেট করে সন্ত্রাসীরা শুক্রবার গুলি করেছিল বলে দাবি তার ভাই নিলয়ের।

তিনি বলেন, আমার ভাই ৫ বছর ধরে রামপুরার এ এলাকায় পানি বিক্রির ব্যবসা করে আসছেন। ৪ মাস আগে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে রামপুরা থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিন মোল্লাহ এবং যুবলীগের সাবেক আহ্বায়ক পিচ্ছি রইস।

তিনি আরও বলেন, চাঁদা না দিলে তারা ভাইকে ঢাকা ছাড়ার হুমকি দেয়। হুমকি দেয়ার পর ভাই পানির ব্যবসা ছেড়ে দেন। কিন্তু তার পরেও তারা টাকা দাবি করে আসছিল। আহত রাব্বি ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ২৫-৩০টি বাইকে প্রায় ৫০ জনের একটি গ্রুপ আসে।

এদের মধ্যে ছিল- কাজী মাসুদ পারভেজ, ছাত্রলীগের সানি, নাসির, লায়ন, তুষার, চাঁদা সোহাগসহ অনেকে। তারা আমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি আমার ডান পায়ে লাগে।

(জাস্ট নিউজ/এমআই/১০১৫ঘ.)