কুড়িগ্রামে পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ

কুড়িগ্রামে পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ছোটবড় সবগুলো নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে আর এক দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কয়েক দফা বন্যায় নাজেহাল হয়ে পড়েছে জেলার নদী তীরবর্তী হাজার হাজার মানুষ।

শুক্রবার সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ঘন্টায় ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে তিস্তাসহ অন্যান্য সকল নদ নদীর পানি দ্রুত বাড়ছে।

চতুর্থ দফা বন্যার পানি কমে গেলেও আবার গত দুইদিন যাবত পানি বেড়ে নতুন করে ৫ম দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে জেলার সদর, রাজারহাট, উলিপুর ও ফুলবাড়ী উপজেলাসহ ৪টি উপজেলার শতাধিক চর ও দ্বীপচরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের নৌকা ও কলার গাছের ভেলায় চরে এখন চলতে হচ্ছে। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে প্রায় ৫ হাজার হেক্টর আবাদি জমির ফসল। ৫ম দফা বন্যা পরিস্থিতিতে নদনদী পাড়ের মানুষের মধ্যে মারাত্মক হতাশা বিরাজ করেছে।

এছাড়া নদনদীর পানি কমা বাড়ার মধ্যে জেলার বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন চলছে। অন্তত ৩০টি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারন করেছে। ফলে নদী তীরবর্তী ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা প্রতিদিন নদীগর্ভে চলে যাচ্ছে। গৃহহীন হয়ে পড়ছে শতশত মানুষ।

এমজে/