সৌদি এয়ারলাইন্সের টোকনেই যেন সোনার হরিণ

সৌদি এয়ারলাইন্সের টোকনেই যেন সোনার হরিণ

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট পাওয়ার জন্য যে টোকেন দেওয়া হয়, সেটাই এখন প্রবাসীদের জন্য সোনার হরিণ।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয় অবস্থিত।

এজন্য বৃহস্পতিবার সকাল থেকে ওই হোটেলের গেটের সামনে টোকেনের আশায় ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা।

তবে গত সপ্তাহখানেক ধরে দিনরাত টোকেনের জন্য যে ভিড় ছিল, সেটি কমেছে।

টোকেন প্রত্যাশীরা বলছেন, টোকেনের আশায় রাজধানীতে অনেকে পাঁচ-সাতদিন ধরে অপেক্ষা করছেন। দিনরাত এখানেই রুটি কলা খেয়ে দিন কাটছে তাদের। তবুও যদি টোকেন পান, সেই কষ্ট দূর হবে। ৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে জানার পরও অনেকে সোনারগাঁওয়ের গেটে ভিড় করছেন।

যদিও গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল, আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেওয়া হবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।

কিন্তু তবুও যদি টোকেন পেয়ে যান, এ আশায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বাইরে প্রতিদিনই ভিড় করছেন সৌদি গমনেচ্ছুরা।

টোকেনের আশায় ময়মনসিংহ থেকে আসা মওলানা আব্দুন নূর বলেন, ৪ অক্টোবর নতুন করে টোকেন দেওয়া হবে, তবুও মন মানে না, তাই এখানে এসে প্রতিদিন বসে থাকি।

আরেক টোকেন প্রত্যাশী মুজিবুর রহমান বলেন, টোকেন যাতে কোনোভাবেই মিস না হয়, এজন্যই মূলত আগে এসে এখানে অপেক্ষা করছি।

সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।

এর আগে সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় এ সংকট দেখা দেয়।

কিন্তু ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর পরও দেশে এসে করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের সৌদি ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এমজে/