সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। রোববার রাত আড়াইটায় কোন আসামির নাম উল্লেখ না করে নিহত যুবক রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করে।

রায়হানের পরিবার জানায়, রায়হান রিকাবিবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। গত শনিবার রাতে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রোববার ভোরে রায়হানের পরিবারের সদস্যদের কাছে বন্দরবাজার ফাঁড়ি থেকে ফোনে জানানো হয়, রায়হান পুলিশ হেফাজতে আছেন। এ খবর শুনে পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারেন, রায়হান মারা গেছেন। পরে হাসপাতালের মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রায়হান নগরীর কাস্টঘর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ে গণপিটুনিতে আহত হন।

পরে মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সৌমেন মিত্র এ মামলার বিষয় নিশ্চিত করে বলেন, রোববার রাতে লিখিত এজাহার দাখিল করা হলে সোমবার সকালে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

এমজে/