রাজধানীর ৪৫ ভাগ মানুষের দেহেই অ্যান্টিবডি তৈরি

রাজধানীর ৪৫ ভাগ মানুষের দেহেই অ্যান্টিবডি তৈরি

রাজধানীর ৪৫ ভাগ মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। চলতি বছরের জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। আক্রান্তদের ৮২ ভাগেরই কোন লক্ষণ ছিল না।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার তথ্য জানানো হয়।

বিশ্ব থমকে গেছে করোনা মহামারিতে। বাংলাদেশও রক্ষা পায়নি তার ছোবল থেকে। ২৬ মার্চ থেকে সীমিত আকারের লকডাউন বেড়েছে কয়েক মাসে।

রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের মানুষের দেহে এরই মধ্যে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আইইডিসিআর ও আইসিডিডিআরবি'র যৌথ জরিপে উঠে এসেছে, চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতি ১০ জনে একজন সংক্রমিত হয়েছেন। যার ৮২ ভাগের কোন লক্ষণ ছিল না।

গবেষণায় ঢাকার ২৫টি ওয়ার্ডের ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৯ দশমিক ৮ ভাগের দেহে।

গবেষকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দেয়ার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারো আশ্বাস দেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার।

আইইডিসিআর ও আইসিডিডিআরবি'র যৌথ জরিপের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএস আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

এমজে/