প্রেস ক্লাবে কমিটি ঘোষণা ‘সরকারের ষড়যন্ত্র’: ছাত্র অধিকার পরিষদ

প্রেস ক্লাবে কমিটি ঘোষণা ‘সরকারের ষড়যন্ত্র’: ছাত্র অধিকার পরিষদ

হঠাৎ করেই জাতীয় প্রেস ক্লাবে অপরিচিত একটি গ্রুপের সংবাদ সম্মেলন আর সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁন এক বিবৃতিতে বলেন, অতীতে আমাদের কিছু সার্বজনীন আন্দোলনে তাদের উপস্থিতি পরিলক্ষিত হলেও তাদের কেউ আমাদের সংগঠনের সাথে যুক্ত নন। আমরা মনে করি, তাদের কর্মকান্ড আমাদের পথচলাকে ব্যাহত করবার অংশ মাত্র।

তিনি বলেন, এই কর্মকান্ড সরকারের দমন-পীড়ন আর চলমান ষড়যন্ত্রেরই একটি অংশ।

এর আগে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজেদেরকে সংগঠনের নেতাকর্মী দাবি করে ২২ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। আগের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই তারা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।