সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সামনে বিক্ষোভ

সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সামনে বিক্ষোভ

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার দাবিতে বন্দরবাজার ফাঁড়ির সামনে অবরোধ করেছে ছাত্রজনতা।

আজ দুপুরে তারা ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করলে যানজট দেখা দেয়।

এ সময় বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ সিলেটের নেতারা কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভও করেন। তারা বলেন- ঘটনার ১০ দিন পরও কেন কোনো প্রধান সন্দেহভাজন এসআই আকবরকে গ্রেপ্তার করা হচ্ছে না? তারা জানান- এ ঘটনায় সব দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয় নগরীর নেহারীপাড়ার বাসিন্দা রায়হান উদ্দিনকে। এ ঘটনায় পুলিশ টিটু চন্দ্র দাস নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও মুল সন্দেহভাজন আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এমজে/