কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে-বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৭টার আগে ভবনটিতে আগুন লাগে। এ খবর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে সকাল ৯টার দিকে।

জানা যায়, ভবনের বাইরে থাকা ঝুলন্ত তারে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত। হঠাৎ তারের আগুন বিভিন্ন তলার বাইরে থাকে এসিতে ছড়িয়ে পড়ে। এতে ১৮ তলায় এসি ও বাইরের অংশে বেশি আগুন জ্বলতে দেখা যায়।

তাৎক্ষণিক নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রবিবার সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর মোট ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৯টার দিকে পুরোপুরি আগুন নির্বাপণ হয়। ভবনের ১৮ তলায় আগুন লেগেছিল।

তিনি বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।