কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল

ঢাকা, ১৪ মার্চ (জাস্ট নিউজ) : চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারসহ ৫ দফা দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

বুধবার রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সকাল পৌনে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাওয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি পালনে সেখান থেকে মিছিল নিয়ে রওনা হন তারা।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট চত্বরে গেলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এসময় সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে, ঢাকার বাইরেও প্রতিটি জেলায় ডিসি অফিসের সামনে একই কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।

(জাস্ট নিউজ/এমআই/১৩০০ঘ.)