দেশে ফিরলেন আহত শাহ‌রিন, নেওয়া হচ্ছে ঢামেকে

দেশে ফিরলেন আহত শাহ‌রিন, নেওয়া হচ্ছে ঢামেকে

ঢাকা, ১৫ মার্চ (জাস্ট নিউজ) : কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৮ মিনিটে কাঠমান্ডু থেকে ফেরেন শাহরিন। সঙ্গে তার দুই ভাইও ছিলেন।

শাহরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য হাসপাতালের একটি দল আগে থেকেই বিমান বন্দরে অপেক্ষা করছিলেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিমানবন্দরে গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি রোগীর প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তার জন্য শতভাগ প্রস্তুতি আমাদের রয়েছে।

কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন ১০ বাংলাদেশির মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।
হাসপাতাল থেকে শাহরিনের বিদায়ের সময় সেখানকার চিকিৎসক ও নার্সরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। নেপালের ঐতিহ্য অনুযায়ী তাকে উত্তরীয় পরিয়ে ফুল উপহার দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৭০০ঘ.)