পাওয়ার গ্রিডের আগুনে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সিলেট বিভাগ, ঘটনা তদন্তে কমিটি

পাওয়ার গ্রিডের আগুনে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সিলেট বিভাগ, ঘটনা তদন্তে কমিটি

সিলেটের কুমারগাঁওয়ে ১৩২/৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের ভয়াবহ আগুন লাগার ঘটনায় পুরো সিলেট বিভাগে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দমকলবাহিনীর সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে এদিক-ওদিক পড়ে আছে। আগুনে তেল সরবরাহের ইউনিটসহ বিদ্যুতের তিনটি ইউনিট পুড়ে গেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকলবাহিনীর জয়ন্ত কুমার নামের এক সদস্য আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১টায় সিলেটের সহকারী পরিচালক কুবাদ আলী সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

এমজে/