রংপুরে খাদেম হত্যা: ৭ জনের ফাঁসি

রংপুরে খাদেম হত্যা: ৭ জনের ফাঁসি

রংপুর, ১৮ মার্চ (জাস্ট নিউজ) : রংপুরে খাদেম রহমত আলী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ হত্যা মামলায় আরো ৬ জনেকে খালাস দেয়া হয়েছে।

রবিবার বেলা ১২টা নাগাদ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

খাদেম রহমত আলী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তাঁরা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে তারা।

এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

(জাস্ট নিউজ/এমআই/১২৫৫ঘ.)