চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

সীতাকুণ্ডে দুই বাড়িতে ডাকাতি করে ফেরার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৩ ডাকাত। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিলে এক ডাকাত নিহত হন এবং অপর দুইজনকে পুলিশ থানায় নিয়ে যায়।

সোমবার ভোর ৪টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বার জামাল উল্লাহ জানান, পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে ফিরে যাচ্ছিল ১১ জনের একটি ডাকাত দল। এ সময় ডাকাতি প্রতিরোধে গঠিত এলাকা ভিত্তিক 'প্রতিরোধ কমিটির' দুই যুবককে একা পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা।

এরপর ওই দুই যুবক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে জনগণ ও ডাকাতি প্রতিরোধে গঠিত কমিটির লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এ সময় ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। অপর দুজনকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ নিয়ে যায়।

কিছুদিন যাবৎ সীতাকুণ্ডে অব্যাহত বেড়ে যাওয়া চুরি ও ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক ডিফেন্স টিম গঠন করে পুলিশ। জনপ্রতিনিধি ও স্থানীয় যুবকদের নিয়ে গঠিত এসব টিম পালাক্রমে প্রতি এলাকায় পাহারায় নিয়োজিত আছে।

এমজে