জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার: কুষ্টিয়ার এসপিকে তলব

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার: কুষ্টিয়ার এসপিকে তলব

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

আগামী ২৫শে জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে ওই এসপির বিরুদ্ধে আদালত অবমাননারও রুল জারি করা হয়েছে।

এর আগে এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন ওই ম্যাজিস্ট্রেট। আবেদনের অনুলিপি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির দপ্তরেও পাঠানো হয়।

আবেদনে বলা হয়েছে, পুলিশ সুপার ও তার সঙ্গী ফোর্সদের আচরণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ৬৯, ৭০, ৭৪, ৮০ ও ৮১ বিধির সরাসরি লঙ্ঘন। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করছি।

এমজে/