চট্টগ্রাম সিটি নির্বাচন

ভোটার উপস্থিতি কম হওয়াকে আমেরিকার সঙ্গে তুলনা ইসি সচিবের

ভোটার উপস্থিতি কম হওয়াকে আমেরিকার সঙ্গে তুলনা ইসি সচিবের

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়াকে আমেরিকার সঙ্গে তুলনা করলেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। আজ বুধবার বিকেল ৪টায় চসিকের ভোটগ্রহণ শেষে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে প্রতিক্রিয়া জানানোর সময় এ তুলনা করেন তিনি।

চসিক নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ইসি সচিব বলেন, ‘ভোটারদের অনীহা এর একটি কারণ বলে তার মনে হয়। এখনকার নাগরিকদের কেন যেন রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব আছে, ভোট যে তার অধিকার, এটা তারা মনে করছেন না। কষ্ট করে ভোট দেবো, কেন যাব অন্যকে ভোট দিতে- এতে আমার কী লাভ... এ ধরনের একটা মন মানসিকতা হয়ে গেছে।’

তিনি বলেন, ‘উন্নত বিশ্বে বেশিরভাগ দেশে ভোটের ক্ষেত্রে এমন হয়। আমেরিকার ক্ষেত্রে দেখবেন, সব দিক দিয়ে এত উন্নত তারা; কিন্তু ভোটের ক্ষেত্রে ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। তো আমাদের দেশেও অনেকটা ওই রকম; উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এ লক্ষণ দেখা দিয়েছে। মানসিকতা বদল হয়েছে।’

বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রে মো. আলাউদ্দিন আলম নামের একজন নিহত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে চসিকের নির্বাচন। তবে ইসি সচিবের দাবি সংঘর্ষ তুলনামূলক কম হয়েছে।

তৃতীয় বিশ্বের অনেকে দেশেই নির্বাচনে ‘সহিংসতার কিছু ঘটনা ঘটে’ মন্তব্য করে তিনি বলেছেন, ‘সে হিসাবে আমি বলব, বরং কমই হয়েছে। মাত্র দু-তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ধরনের দুষ্কৃতকারীরা এ কাজ করে।’

ইসি সচিব বলেন, ‘গণমাধ্যমে আমরা যে নির্বাচন দেখেছি, আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে রিপোর্ট পেয়েছি, তাতে বলব ভালো নির্বাচন হয়েছে।’

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে, তার বিপরীতে বিএনপি থেকে মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন।