আসাম বিজেপি এমএলএ’র মন্তব্য

স্বাধীনতার পর বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করা উচিত ছিল

স্বাধীনতার পর বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করা উচিত ছিল

ঢাকা, ২১ মার্চ (জাস্ট নিউজ) : বাংলাদেশ ইস্যুতে বিতর্ক সৃষ্টি করলেন আসামে বিজেপি দলের এমএলএ শিলাদিত্য দেব। সোমবার তিনি আবারো বললেন, বাংলাদেশের জন্ম হওয়া ছিল একটি ‘গ্রেট মিসটেক’। এমন মন্তব্য তিনি আগেও করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করা উচিত ছিল।

সোমবার আসামের নাগাঁওয়ে স্থানীয় একটি নিউজ চ্যানেলকে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, শিলাদিত্য দেব আসামের হোজাই থেকে বিজেপি দলের বিধায়ক নির্বাচিত। তিনি মনে করেন, দশকের পর দশক ধরে আসামে ‘মুসলিমদের অনুপ্রবেশ’ হচ্ছে। তার ভাষায় ‘এমনকি যখন তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হলো তখন তার মাধ্যমে একটি ভুল করেছিলেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপরে ওই সময়কার কংগ্রেস সরকার নব-জন্ম নেয়া বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে নি। এটাও একটা ভুল ছিল। প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্মটাই ছিল একটি বড় ভুল। কিন্তু ওই ভুল কাটিয়ে উঠা যেতো যদি বাংলাদেশকে ভারতের অংশ করা হতো।

এ বক্তব্যের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। এ সময় তিনি প্রতিবেশী দেশ থেকে আসামে মুসলিম অভিবাসী প্রবেশের ফলে জনসংখ্যাতত্ত্বে যে পরিবর্তন ঘটছে তা তুলে ধরেন। তিনি বলেন, যদি বাংলাদেশ সৃষ্টি না হতো তা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৩৮ঘ.)