খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনার পর খুলনার সঙ্গে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ঘটনার পর উভয় পাশে যাতায়াতকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

কোটচাঁদপুরের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনার উদ্দেশে সকাল ৯টায় ছেড়ে আসে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের মুহূর্তে তিনটি বগি লাইনচ্যুত হয়। সিগন্যাল পয়েন্ট সঠিক না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে স্টেশনমাস্টার বলেন, ‘ইতিমধ্যে রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে গেলে উদ্ধারকাজ শুরু হবে। আশা করা যাচ্ছে রাত ১০টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’