কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ

কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছরের ৫ মে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল লেখক মুশতাক আহমদেকেও, যিনি কারাগারে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান।

রবিবার আদালতে কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলেও এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতেই আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন।

এমজে/