খালেদা জিয়ার সাক্ষাৎ চান তার আইনজীবীরা

খালেদা জিয়ার সাক্ষাৎ চান তার আইনজীবীরা

ঢাকা, ২৫ মার্চ (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তাঁর ছয় আইনজীবী।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার একটি সুত্র জানায়, রবিবার আইনজীবীরা বিকেল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন।

ছয় আইনজীবী হলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাকে সেখানে রাখা হয়।

(জাস্ট নিউজ/এমআই/০১০০ঘ.)