ঢাকায় স্বস্তির ঝড়বৃষ্টি

ঢাকায় স্বস্তির ঝড়বৃষ্টি

কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছিল। রাজধানীতে শনিবার ভোরে ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

আধা ঘণ্টারও বেশি সময় ধরে ঝড়বৃষ্টি চলে। সকাল থেকেই ঠান্ডা বাতাস বইছে। গরমও কমেছে তুলনামূলক।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালী ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তাপ প্রশমিত হতে পারে।

এমজে/