ভিপি নুরের বিরুদ্ধে এবার সংগীত শিল্পীর মামলা

ভিপি নুরের বিরুদ্ধে এবার সংগীত শিল্পীর মামলা

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর পল্টন থানায় মামলাটি করেছেন ইলিয়াস হোসেন নামের এক সংগীত শিল্পী।

সোমবার বিকালে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা নম্বর ১৬। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯, ৩২ ও ৩৫ ধারায় তিনি মামলাটি করেন। মামলার একমাত্র আসামি নুর।’

জাহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহারে বলা হয়েছে, “গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না’।”

এজাহারে আরও বলা হয়, ‘উসকানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেওয়া এ আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে।’ তাই মামলাটি রুজু করার আবেদন করা হয়েছে।

মামলা করার পর স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ইলিয়াস হোসেন আজ সোমবার তাঁর ফেসবুকে লিখেন, ‘আওয়ামী লীগের একজন সমর্থক, একজন ধর্মপ্রাণ মুসলমান এবং একজন সচেতন নাগরিক হিসেবে ভিপি নূরের বক্তব্যটি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাই তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২৫, ২৮, ২৯, ৩১ এবং ৩৫ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেছি।’

একই অভিযোগে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব ভিপি নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।