শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে

করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ থাকলেও দক্ষিণাঞ্চলের ঘরমুখি মানুষের ঢল নেমেছিল শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে। সেই ধারাবাহিকতায় ঈদের পরদিন আজও মাদারীপুরের বাংলাবাজার ঘাট দিয়ে মানুষ ছুটছে বাড়িতে।

শিমুলিয়া থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ বেশি। চাপ সামাল দিতে খালি ফেরি বাংলাবাজার থেকে পাঠানো হচ্ছে। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী যাত্রীর চাপও বাড়ছে। উভয়মুখী যাত্রীর চাপ বাড়ায় ফেরি কম যানবাহন নিয়ে পার হচ্ছে।

এর ফলে এদিনও প্রচণ্ড গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ঘাট পর্যন্ত এসে নদী পার হয়েও যাত্রীরা কয়েকগুণ বেশি ভাড়ায় মোটরসাইকেল, ইজিবাইক, থ্রি হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন।