টাঙ্গাইলে ব্যালট ছিনতাইকালে পুলিশের গুলিতে নিহত ১, ভোট স্থগিত

টাঙ্গাইলে ব্যালট ছিনতাইকালে পুলিশের গুলিতে নিহত ১, ভোট স্থগিত

টাঙ্গাইল, ২৯ মার্চ (জাস্ট নিউজ) : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ওই ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভোর রাত ৪টার দিকে সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় গুলিতে মালেক নামে একজনের মৃত্য হয়।

এ ঘটনার পর প্রিজাইডিং অফিসার কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

(জাস্ট নিউজ/এমআই/১০১৫ঘ.)