পাচার করা টাকার তথ্য যোগাড় সম্ভব নয়: পররাষ্ট্র সচিব

পাচার করা টাকার তথ্য যোগাড় সম্ভব নয়: পররাষ্ট্র সচিব

আইন না থাকায় দূতাবাসের মাধ্যমে বিদেশে বাংলাদেশিদের পাচার করা টাকার তথ্য যোগাড় করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে নেই।
বুধবার (৯ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ এমন পাচারকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করে।

মুদ্রা পাচারের তথ্য নেই অর্থমন্ত্রীর হাতে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমন বক্তব্যে সমালোচনার ঝড় বইছে নানা মহলে। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখী হন পররাষ্ট্র সচিব। জানান, বিষয়টা মন্ত্রণালয়ের এখতেয়ারে নেই।

পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন দেশের আইনি বাধ্যবাধকতার কারণে পাচারের তথ্য পেতে ভরসা করতে হয় ইন্টারপোলের ওপর। তবে তথ্য পাওয়া পুরো বিষয়টি নির্ভর করছে সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলোত এ নিয়ে মামলা করছে কিনা তার ওপর।