সাবেক ডিআইজি পার্থ গোপালের জামিন বিষয়ে জানেন না হাইকোর্ট

সাবেক ডিআইজি পার্থ গোপালের জামিন বিষয়ে জানেন না হাইকোর্ট

সাবেক ডিআইজি পার্থ গোপালের অস্বাভাবিক জামিনের ঘটনায় দুদকের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। রবিবার সকালে, তার জামিনের বিষয়টি হাইকোর্টের একটি বেঞ্চের নজরে আনা হয়।

এ সময় আদালত বলেন, তারা বিষয়টি জানেন না। যেহেতু মামলাটি দুদকের তাই তাদের পদক্ষেপ জানা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক পার্থ গোপাল বনিককে গেলো বৃহস্পতিবার জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত। রাত সাড়ে আটটায় জামিননামা কারাগারে পৌছায় এবং পরদিন সকাল ৯টা ১০ এ কারাগার থেকে বেরিয়ে যান পার্থ গোপাল।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকাকালে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে ২০১৯ সালের ২৮ জুলাই জিজ্ঞাসাবাদ করে দুদক। সেদিন দুদকের প্রধান কার্যালয়ে সকাল থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে পার্থ গোপালকে নিয়ে ধানমন্ডির ভূতের গলিতে তার ফ্ল্যাটে অভিযানে যায় দুদক। অভিযানে ফ্ল্যাট থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।