দেশে তিন মাসে ক্রসফায়ারে নিহত ৪৬ , ধর্ষণের শিকার ১৮৭ নারী

দেশে তিন মাসে ক্রসফায়ারে নিহত ৪৬ , ধর্ষণের শিকার  ১৮৭ নারী

ঢাকা, ৩১ মার্চ (জাস্ট নিউজ) : সারা দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৪৬ জন ব্যক্তি নিহত হয়েছেন। একই সময়ে দেশে ১৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ত্রৈমাসিক পরিসংখ্যানে শনিবার এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষিতা নারীদের মধ্যে ধর্ষণের পর ১৯ জনকে হত্যা করা হয়েছে। ২ জন নারী ধর্ষণের পর আত্মহত্যা করেছেন। এছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে আরো ২১ নারীর উপর। এর বাইরে যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন ২৭ জন নারী।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৪৬ জন ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে র্যাবের ক্রসফায়ারে ১৬ জন, পুলিশের ক্রসফায়ারে ১৯ জন, ডিবি পুলিশের ক্রসফায়ারে ৫ জন নৌ-পুলিশের ক্রসফায়ারে ১ জন, বিজিবির ক্রসফায়ারে ১ জন, ডিবি পুলিশের নির্যাতনে ১ জন ও পুলিশের গুলিতে ২ জন মারা গেছেন।

পাশাপাশি কারা হেফাজতে তিন মাসে মারা গেছেন ২৫ জন। এদের মধ্যে ১১ জন কয়েদি ও ১৪ জন হাজতি। ১২ মার্চ কারা হেফাজতে মারা যান ছাত্রদল নেতা জাকির হোসেন। পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন।

(জাস্ট নিউজ/একে/২০২৭ঘ.)