চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা

চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

শুক্রবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে; এ আশঙ্কায় শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা চলাকালে কোনো সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল এমনকি ৫ এর অধিক লোক সমবেত হতে পারবেন না বলে জেলা ম্যাজিস্ট্রেট জানান।

এ ব্যাপারে চৌমুহনী পৌরসভার ভিতরে ও শহরতলিতে মাইকিং করা হচ্ছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় চৌমুহনীতে পুলিশের পাশাপাশি বিজিবি ও এলিট ফোর্স র‌্যাব টহল দিচ্ছে।

এমজে/