সারা দেশে গণপদযাত্রা

কোটা সংস্কার: অবস্থানে অচল শাহবাগ

কোটা সংস্কার: অবস্থানে অচল শাহবাগ

ঢাকা, ৮ এপ্রিল (জাস্ট নিউজ) : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

রবিবার বিকেল সোয়া ৩টার দিকে গণপদযাত্রা থেকে আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ-মতিঝিল, শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-নিউমার্কেট, শাহবাগ-দোয়েল চত্বর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় তাদের মুখে স্লোগান- ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘১০% এর বেশি কোটা নয়’ ইত্যাদি স্লোগান লেখা ছিলো।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ পদযাত্রা কর্মসূচি থেকে তারা সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, কোটা বিলুপ্তির জন্য নয়, তারা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন।

(জাস্ট নিউজ/এমআই/১৬৪১ঘ.)