কোটা সংস্কারের দাবি, ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবি, ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা, ৯ এপ্রিল (জাস্ট নিউজ) : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বৈষম্য সংস্কারের দাবিতে ও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশি হেনস্তার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে শিক্ষার্থীরা শহিদ মিনার এলাকায় জড়ো হয়ে বিভিন্ন প্লেকার্ড ও বান্যার হাতে বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকে।

এরপরে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় অর্ধ কিলো মিটার এলাকা জুড়ে অবস্থান নিলে ঢাকা-শিমুলতলি মহাসড়কে এক দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা এখনও আন্দোলন চলছে।

(জাস্ট নিউজ/এমআই/১৩০০ঘ.)