কোটা সংস্কারের দাবি, এবার রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবি, এবার রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ঢাকা, ৯ এপ্রিল (জাস্ট নিউজ) : কোটা সংস্কার ও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর প্রগতি সরণি অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবরোধের কারণে বাড্ডা এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাজধানীর ব্যস্ততম সড়কটিতে অচলাবস্থা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আফতাবনগরে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বলে জানান বাড্ডা থানার ডিউটি অফিসার করিম।

তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে প্রগতি সরণিতে পৌঁছে বিক্ষোভ শুরু করেন। তারা ইস্টওয়েস্ট ইউনিভাসিটির সামনের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করা দেয় তারা।

তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শান্তিপূণভাবে তাদের কর্মসূচি পালন করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

(জাস্ট নিউজ/এমআই/১৩৪৬ঘ.)