যুক্তরাজ্যে শেখ হাসিনার সফরের প্রতিবাদে ইউকে বিএনপির বিক্ষোভ

যুক্তরাজ্যে শেখ হাসিনার সফরের প্রতিবাদে ইউকে বিএনপির বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি লন্ডন, ১৮ এপ্রিল (জাস্ট নিউজ) : কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে এক সাপ্তাহের সফরে যুক্তরাজ্যে এসেছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধ প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য বিএনপি অনেক আগেই অবাঞ্চিত ঘোষণা করেছে এবং তার আগমনকে প্রত্যাখান করে যুক্তরাজ্য বিএনপি সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। তাকে প্রতিহত করতে ইউকে বিএনপির সাথে যোগ দিতে ইউরোপের অন্যান্য দেশের শীর্ষ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও এসেছেন।

যুক্তরাজ্য বিএনপি দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও হাসিনা বিরোধী স্লোগান সম্বলিত বিশাল আকারের পোষ্টার লাগানো তিনটি পিকআপ ভ্যান অবতারন করছে। এই ভ্যান তিনটি কমনওয়েল্থ সমাবেশ কেন্দ্র করে তার আশে পাশের রাস্তায় চলবে যাতে বিশ্বের নেতৃবৃন্দরা দেখতে ও জানতে পারেন বাংলাদেশের অগণতান্ত্রিক পরিস্থিতি ও অবৈধ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট কার্যকলাপ।

জানা গেছে ফ্যাসিস্ট, অবৈধ প্রধানমন্ত্রী লন্ডনে যতদিন থাকবে, দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও হাসিনা বিরোধী স্লোগান সম্বলিত এই ভ্যান গুলো ততদিন দিনে রাত্রে লন্ডনের রাস্তায় প্রদক্ষিণ করবে|

বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী অংশ নেয়। এসময় তারা কারাবন্ধী বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তির ও গণতন্ত্র পূনরুদ্ধারের দাবি জানান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে গুম, হত্যা, খুন এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেল জুলুম বন্ধে বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। বিক্ষোভে আসা শীর্ষ স্থানীয় ইউরোপিয়ান বিএনপি নেতারাও বলিষ্ঠ বক্তব্য প্রদান করেন।

বিএনপির সভাপতি বলেন, আমরা কমনওয়েলথসহ বিশ্ব নেতাদের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও দেশে মানবাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে স্মারকলিপি প্রদান করব। পাশাপাশি শেখ হাসিনা যতদিন লন্ডনে থাকবে ততদিন টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সহ-সভাপতি প্রফেসর এম ফরিদ উদ্দিন, গোলাম রাব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা সিলিসিটর একরামুল হক মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সদস্য আলহাজ্ব সাদিক মিয়া, বিএনপি নেতা আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, মিসবাউজ্জামান সোহেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কে আর জসিম, মোশাহিদ আলী তালুকদার, কোষাধক্ষ আব্দুস ছাত্তার, সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক সহ-দফতর সম্পাদক সেলিম আহমান, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সাবেক সদস্য কামাল চৌধুরী, গুলযার আহমেদ, আব্দুল বাসিত বাদশা, সোহেল আহমেদ, সোহেল আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক এস এম লিটন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী এম এ সেলিম, কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ কবির, সাউথ ইস্ট বিএনপির সভাপতি সালেহ আহমেদ জিলান, সাসেক্স বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, মিল্টন কিংস বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল কেন্ট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, ইসলাম, শেফিল্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসবা চৌধুরী, কেমডেন এন্ডওয়েস্ট মিনিস্টার বিএনপির সাংগঠনিক সম্পাদক এম সাইফুল শিপু, কেম্ব্রিজ বিএনপির সিনিয়র স-সভাপতি মনোয়ার আলী, যুক্তরাজ্য বিএনপি নেতা আসসাদুজ্জামান আহমেদ, তোফায়েল বাসিত তপু, নাজমুল হোসেন চৌধুরী, মাওলানা শামিম আহমেদ, আহসানুল আম্বিয়া সুমন, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দস, সায়েদ উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দিন ভুইয়া বাবু, আব্দুল রব, কদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, আবু তাহের, রোমান আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান সাকিব, মাহবুব হাসান সাকিব, তোফায়েল হোসেন মৃধা, কাওছার আহমেদ, আবু তাহের, নজরুল ইসলাম খান, মোঃ জিয়াউর রহমান, মো: মঈনুল ইসলাম, সেলিম মাহমুদ, মোঃ মাকসুদুল হক, মোঃ রবিউল আলম, দেওয়ান মইনুল হক উজ্জ্বল, মিলাদ হসেন রুবেল, কামরুন্নহার সাহানা, আসমা জামান, মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, আবু নোমান, মিছবাহ উদ্দিন, শাকিল আহমদ, ইমরান হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ, জামাল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ ফরিদউল্লাহ মুন্সী, আরিফুল হক, আব্দুস সামাদ রাজ, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াছ, যুগ্ম সম্পাদক সলিসিটির নাসের খান অপু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক রাজ, দেওয়ান আব্দুল বাসিত, সুরমান খান, যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, সুয়েদুল হাসান, সাহেল শাহ, মোশারফ হোসেন, মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সিনিয়র সহ-সভাপতি মিসবা বি এস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, সিনিয়র সহ-সভাপতি তরিকুর রশিদ চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জাহিদুর রহমান, জাসাসের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বাবলু, আব্দুল মোতালিব লিটন, মাহফুজুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, ইমতিয়াজ এনাম তানিম, মাহবুবুর রহমান, মোঃ মাসুদুজ্জামান, ফুয়াদ আহমেদ, মনির আহমেদ, ফজলে রহমান পিনাক, রেজাউল করিম-ডার্লিংটন বিএনপি, জামাল হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, সেলিম উদ্দিন, লাকি আহমেদ এবং আরো অনেকে।

(জাস্ট নিউজ/এমআই/১১৩৮ঘ.)