ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৫০

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৫০

ঢাকা, ১৯ এপ্রিল (জাস্ট নিউজ) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধামরাইয়ে একটি বাসকে সাইড দিতে গিয়ে অপর বাসের চালকসহ ৫০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। গাছের সঙ্গে ধাক্কা লাগার পর সাইড দিতে যাওয়া বাসটি ধুমড়ে মুচড়ে গেছে।

আহতদের ধামরাই, কালামপুর, সাভার, মির্জাপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী যাত্রীবাহী একটি বাস মাদারপুর বাসস্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে সাইড দিতে গেলে ওই দুর্ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান মিয়া বলেন, সরু সড়কে দূরপাল্লার বাস প্রতিযোগিতায় নামার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। গত ৭ দিনে ধামরাইয়ের এই সরু সড়কে ১১টি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক লোক আহত ও দুই জন নিহত হয়েছে।

এ ব্যাপারে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জুয়েল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০৩৩ঘ.)