সিলেটে ৭২ লাখ মানুষের খাদ্য সহায়তা, আশ্রয় প্রয়োজন

সিলেটে ৭২ লাখ মানুষের খাদ্য সহায়তা, আশ্রয় প্রয়োজন

সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের অন্তত ৭২ লাখ মানুষের খাদ্য সহায়তা ও আশ্রয়ের প্রয়োজন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)।

বুধবার আমেরিকান গণমাধ্যম সিএনএসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

এতে বলা হয়, সরকারি পরিসংখ্যান অনুসারে গত এপ্রিল মাসে বন্যা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ-ভারতে অন্তত ২০৭ জনের মৃত্যু হয়েছে। এখনও দুই দেশের সীমান্তের কাছাকাছি কয়েক হাজার বাড়ি পানির নিচে এবং অনেক এলাকা পুরোপুরি ডুবে আছে।

রেড ক্রস বলছে, সুনামগঞ্জের প্রায় ৯৪ শতাংশ এবং পার্শ্ববর্তী সিলেটের ৮৪ শতাংশ এখনও তলিয়ে আছে। ওই অঞ্চলের রাস্তাঘাট বেশিরভাগই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তলিয়ে থাকা অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, বন্যায় বাড়ি, স্কুল এবং ফসল তলিয়ে গেছে। শুধু মে মাসেই সিলেটে অন্তত ৯৩ হাজার বাড়ি ও ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে।

আইএফআইসির ধারণা, বাংলাদেশে অন্তত ৭২ লাখ মানুষের সহায়তা প্রয়োজন।