'রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারেনা'

'রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারেনা'

ঢাকা, ২৮ এপ্রিল (জাস্ট নিউজ) : রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারেনা উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে মিয়ানমার।

শনিবার বিকালে সময় সংবাদকে এ কথা বলেন তিনি।

নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলেন, আমাদের দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, যে পাসপোর্ট অধিদপ্তর আছে তাদেরই কিছু দায়-দায়িত্ব আছে। এত লোক যখন বাইরে যাচ্ছে, এদের সঠিক ভেরিফিকেশন হয়নি।

তিনি আরো বলেন, আপনি যখন পাসপোর্ট নিয়েছেন, আপনি স্বীকার করে নিয়েছেন তারা বাংলাদেশের অধিবাসী। এটা কিন্তু মিয়ানমারের জন্য অজুহাত হতে পারে।

‘যে বাংলাদেশ তাদের আগ্রহী করে তুলছে ওইখানে যাওয়ার জন্য। আড়াই লাখ গেছে, আমাদের মন্ত্রী যদি বলে থাকেন। এজন্য আমাদের একটু সাবধানতার সহিত কথা বলা উচিত।’

(জাস্ট নিউজ/একে/১৯২৪ঘ.)