সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

ঢাকা, ২৯ এপ্রিল (জাস্ট নিউজ) : বজ্রপাতে সারা দেশে বাবা-ছেলেসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে তারা নিহত হন।

সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ, কাজীপুর ও শাহজাদপুর উপজেলায় পৃথক বজ্রপাতে এ প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দের পেস্তককুড়া গ্রামের কাদের হোসেন (৩৭), কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী গ্রামের মৃত পরেশ মণ্ডলের ছেলে শামছুল মণ্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪), শাহজাদপুর উপজেলার ছয়আনিপাড়ার ফারুক হাসানের ছেলে নাবিল (১৭) ও একই মহল্লার রাশেদুল হাসানের ছেলে পলিং (১৭)। নাবিল ও পলিং শাহজাদপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ধানকাটার সময় বজ্রপাতে আবদুর রহিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর মাইজদীতে বজ্রপাতে পিয়াল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বশিরার দোকানের পাশে একটি খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। পিয়াল নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহেল রানার ছেলে।

নওগাঁর সাপাহারে বজ্রপাতে সোনাভান (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন। দুপুরে উপজেলার রামাশ্রম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বজ্রপাতে জাফরুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার খামারবাড়ি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

জাস্ট নিউজ/এমআই/১৪৪০ঘ.)