ঢাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

ঢাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার ভোররাতে ভূমিকম্পের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ বলেন, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।

তিনি বলেন, ঢাকা ও দেশের অন্যান্য অংশে ভোর ৪টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়।

তবে এই ভূমিকম্পে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঁচ থেকে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পকে মাঝারি বলে মনে করা হয় এবং এটি ভবন ও অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।